ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

বেনজীরের ডুপ্লেক্স বাগানবাড়ি জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ৬ জুলাই ২০২৪

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠার ওপর নির্মিত ডুপ্লেক্স বাগানবাড়িটি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম আনন্দ হাউজিং সোসাইটি এলাকার এই বাড়িটি জব্দ করে। 

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম ও দুদকের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীর নেতৃত্বে একটি দল রূপগঞ্জের পূর্বাচলের দক্ষিণবাগ এলাকার লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়িটি জব্দ করে।

স্থানীয়রা এতদিন কোনো কথা না বললেও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে অনেকে বাড়ির ফটকে এসে জড়ো হন। তারা জানায়, আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা কেনেন তিনি। বছর চারেক আগে ওই বাড়িটি করেন বেনজীর। প্রায় সময় এই বাড়িতে রাত যাপন করতেন সাবেক পুলিশ প্রধান।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের জেষ্ঠ্য বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত সাবেক পুলিশ প্রধানের এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন। নারায়ণগঞ্জে বেনজীরের আর কোনো সম্পদ আছে কি না তার অনুসন্ধান চলছে বলে জানান দুুদকের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীর। 

তিনি বলেন, ‘দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। ফলে জেলা প্রশাসকের টিম ও দুদকের টিম সম্মিলিতভাবে ভবনটি সিলগালা করেছে। এই সম্পত্তির মূল্য এখনই বলা সম্ভব না। আমাদের অনুসন্ধান চলমান রয়েছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম জানান, আদালতের নির্দেশে বাড়িটি ক্রোক করা হয়েছে। তবে বাড়িটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন ‘ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক রূপগঞ্জ উপজেলাধীন সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও তদারকির জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে রিসিভার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এই সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়া হলো। পরবর্তী সময়ে কমিটি কর্তৃক কর্মপন্থা নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া হবে।’

দোতলা ভবনটিতে কিছু কুকুর ও পাখি রয়েছে। আগামি শনিবার পর্যন্ত বাড়িটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি